Purchase!

প্রেমের কবিতা

প্রেমিকের কথা মতো চলতে রাজি না শাহনাজ নাসরীন। এটা অহংকার অথবা অভিমান যে উচ্চারণ হোক প্রেমে শাশ্বত জেদ ধরে রাখা যায় না বোধহয়। ব্যাকরণ বলে প্রেমে মানুষ ভাঙে, প্রেম ভাঙে না, হয়তো মচকায়। প্রতিটি হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া প্রেমের মধ্যেও তো ভুলে যাওয়া ঘ্রাণ জমে থাকে। তাই একচুলও নড়তে না-চাওয়া প্রেম একটু পরেই জানিয়ে দেয়, ‘দুর্গের পতন তোমার ছোঁয়ায়’
By শাহনাজ নাসরীন
Category: কবিতা
Paperback
Ebook
Buy from other retailers
About প্রেমের কবিতা
ভাঙতেই পারে, তবে মচকায় না

‘আমি এখানেই দাঁড়ালাম এখানে,
আমার অহংকারের শেষ বিন্দুতে
ডাকতে যদি হয় সেভাবেই ডাকো
এখান থেকেই শুনতে চাই ডাক

ইচ্ছের নূপুর হতে, বাঁদর নেচে মন ভোলাতে
যে পারে সে পারে আমি পারি না।’ (এখানেই দাঁড়ালাম)
প্রেমিকের কথা মতো চলতে রাজি না শাহনাজ নাসরীন। এটা অহংকার অথবা অভিমান যে উচ্চারণ হোক প্রেমে শাশ্বত জেদ ধরে রাখা যায় না বোধহয়। ব্যাকরণ বলে প্রেমে মানুষ ভাঙে, প্রেম ভাঙে না, হয়তো মচকায়। প্রতিটি হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া প্রেমের মধ্যেও তো ভুলে যাওয়া ঘ্রাণ জমে থাকে। তাই একচুলও নড়তে না-চাওয়া প্রেম একটু পরেই জানিয়ে দেয়, ‘দুর্গের পতন তোমার ছোঁয়ায়’ (দু’জনা) একই কবিতার ২ নম্বর উপশিরোনামে-
‘শুধু তোমার জন্য
আরও একবার
হবো সবুজ বালিকা’
‘মেঘমল্লার’ কবিতায় বালিকা প্রেমিকা হয়ে হয়ে ওঠে শঙ্খনারী -
‘দাও তীব্র দহনে মৃত্যুনীল লহরি
কঠিন জড়িয়ে হবো শঙ্খনারী’
বালিকা, শঙ্খনারী কোথাও কোথাও হয়ে যায় পাগলি। সেই পাগলিও সাধারণ নয়, চিরকেলে পাগলি -
‘পাগলা, আমি তোর পাগলি হবো
তোর হাত ধরে
পথভ্রষ্ট, কুলভ্রষ্ট নষ্ট হবো’ - পাগলি হবো’ (তোকে মেঘ ডাকব পাগল)
‘পাগলা, আমি তোর চিরকেলে পাগলি রবো।’ (পাগলি হবো)
স্থিরতা নেই যেন। সাংসারিক অথবা জাগতিক খাঁচা ছিঁড়ে বারবার শাহনাজ নাসরীনের প্রেমের কবিতা ছুঁটে যায় স্বেচ্ছাচারি আকাশে। যেনো বা কিশোরীর অভিমান, আকুতি,
আল্লাদ আর পাগলামি অভায়রণ্য খুঁজে পায় তার কবিতায়-
‘স্বেচ্ছাচার ভালোবেসে
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use